ওয়েব ডেস্ক: এক দিন বা ২ দিন নয়, টানা ৩৫ দিন নিজের ব্যবসা বন্ধ রেখেছেন। কারণ শুনলে অবাক হবেন, কী কারণ জানেন? একটাই কারণ, শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন।
কিন্তু কে সেই ব্যক্তি?
বরাবরই বলিউডের বাদশাহের ভক্ত শেখ মহম্মদ আনসারি। তাই ঝাড়খণ্ড থেকে সটান চলে এসেছেন মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখের বাড়ির সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবিরাম অপেক্ষারত তিনি। শাহরুখের সঙ্গে দেখা করতে তিনি এতটাই উদ্গ্রীব যে নিজের ব্যবসা বন্ধ করে মুম্বইয়ে হাজির হয়েছেন তিনি।
শেখ মহম্মদ আনসারি একটি সংবাদমাধ্যমকে বলেন, “শাহরুখ আমার প্রিয় নায়ক। আমি ওঁর সবচেয়ে বড় ভক্ত। ওঁর সঙ্গে তো দেখা করতেই হবে। শাহরুখের সঙ্গে দেখা করাই আমার জীবনের সবচেয়ে বড় জয় হবে। ওঁর সঙ্গে দেখা করার জন্য ব্যবসা বন্ধ করে আমি এখানে এসেছি। ওঁর সঙ্গে দেখা করেই আবার ফিরে যাব। এটা আমার কাছে অদম্য আকাঙ্ক্ষা হয়ে উঠেছে।”