কলকাতা: সদ্যই রাজ্যের কারামন্ত্রী হয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, ব্যাঙ্কের নথি পেয়েছিলেন তদন্তকারীরা। যার ভিত্তিতে চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন ইডি অফিসাররা। সেই সূত্রে ধরেই এদিন চন্দ্রনাথকে ডাকা হয়। তিনি হাজিরাও দিয়েছেন।
এখন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। কদিন আগেই অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁর হাতে থাকা কারা দফতর যায় চন্দ্রনাথ সিনহার হাতে। সূত্রের খবর, এই চন্দ্রনাথ সিনহার নাম নিয়োগ মামলায় হাতে পায় তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরি থেকে। তারপর থেকেই শুরু ধরপাকড়।