কবে মহাকাশে যাচ্ছেন শুভাংশু শুক্লা?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মহাকাশের উদ্দেশে রওনা দিচ্ছেন লখনউয়ের বীরপুত্র শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ (Axiom-4) অভিযানের অংশ হিসেবে ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু হতে চলেছেন রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পা রাখতে চলেছেন। যদিও আগেই এই মিশন শুরু হওয়ার কথা ছিল। তবে নানা কারণে তা একবার নয়, সাতবার পিছিয়ে যায়। কিন্তু এবার নাসা (NASA) জানিয়েছে যে, বুধবার এই মিশন শুরু হচ্ছে।

নাসার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ১২টা ১ মিনিটে ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯এ থেকে স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হবে ‘ড্রাগন’ মহাকাশযান। নাসা আরও জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের (International Space Station) রাশিয়ান এভেজদা সার্ভিস মডিউলের মেরামতির পর সমস্ত প্রযুক্তি ও নিরাপত্তা খতিয়ে দেখেই অভিযান ছাড়পত্র পেয়েছে। ফলে এবার সব কিছু ঠিক থাকলে শুভাংশুরা আইএসএস-এর উদ্দেশে পাড়ি দেবেন এবং ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ পৌঁছে যাবেন মহাকাশ স্টেশনে।

উল্লেখ্য, এই অভিযান দীর্ঘ প্রতীক্ষার ফল। এর আগে সাত বার পিছিয়ে গিয়েছিল শুভাংশুদের অভিযান। প্রথমে ২৯ মে নির্ধারিত থাকলেও খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য প্রযুক্তিগত কারণে একাধিক বার তারিখ পিছিয়েছে। কখনও ড্রাগন মহাকাশযানে ইলেক্ট্রিক্যাল হারনেসে সমস্যা, কখনও রকেটের ফায়ার বুস্টারে তরল অক্সিজেন লিক, আবার কখনও ফ্যালকন-৯ রকেট প্রস্তুত না হওয়ায় বাতিল করতে হয়েছে উৎক্ষেপণ।

এই অভিযানের অন্যতম আকর্ষণ শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত শুভাংশু রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় হিসাবে বেসরকারি মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেওয়ার মুখে ছিলেন। তাঁর সঙ্গে রয়েছেন অভিযানের কমান্ডর পেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

Share the Post:

Related Posts