বাজারে এল Meta-র স্মার্ট চশমা

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: পাওয়ারের সমস্যায় চশমা পরতে পরতে অনেকেই বেশ বিরক্ত। তবে চশমাধারীদের জন্য এবার এক বড় চমক নিয়ে এল মেটা। মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) মালিকানাধীন সংস্থা এবার বাজারে নিয়ে এল নতুন ‘স্মার্ট চশমা’ (Smart Glass)। হ্যাঁ, ঠিকই পড়েছেন, চশমাও এবার স্মার্ট হতে চলেছে মেটার (Meta) হাত ধরে। জনপ্রিয় সানগ্লাস ব্র্যান্ড ওকলি-র (Oakley) সঙ্গে হাত মিলিয়ে ‘ওকলি মেটা হাউস্টুন’ (Oakley Meta HSTN) নামে এই স্মার্ট চশমা লঞ্চ করল।

এই নতুন মডেলের চশমাটি ১১ জুলাই থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে মেটা স্টোরে। শুরুতে মেটার এই নতুন স্মার্ট চশমার দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। তবে এই মডেলটি সীমিত সংস্করণ হিসেবে বাজারে আনা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আরও কিছু ওকলি মডেলের স্মার্ট চশমা এবছরই বাজারে আসবে, যেগুলির দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে।

Ray-Ban Meta চশমার মতোই Oakley Meta HSTN-এ থাকবে একটি ক্যামেরা, একটি স্পিকার এবং ফ্রেমের মধ্যে বিল্ট-ইন মাইক্রোফোন। এই স্মার্ট চশমা IPX4 রেটিং যুক্ত, অর্থাৎ হালকা জলের ছিটেফোঁটায় ক্ষতি হবে না। এতে মিলবে ৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং কেসের মাধ্যমে এটিকে আরও ৪৮ ঘণ্টা ব্যবহার করা সম্ভব। আগের Ray-Ban মডেলের তুলনায় এই নতুন মডেলের চশমার ব্যাটারি ক্ষমতা দ্বিগুণ। ক্যামেরার ক্ষেত্রেও উন্নতি হয়েছে। আগে যেখানে ভিডিও রেকর্ডিং হত 1080P-তে, এখন তা হচ্ছে 3K রেজোলিউশনে।

Share the Post:

Related Posts