১৬ বিলিয়ন লগ-ইন তথ্য ফাঁস

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: ২০২৫ সালে সাইবার দুনিয়ায় এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। ইতিহাসের সবচেয়ে বড় ডেটা ফাঁসের (Data Leak) ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ইন্টারনেটের জগতে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Forbes জানাচ্ছে, এই ডেটা ফাঁসে প্রায় ১৬ বিলিয়ন লগইন শংসাপত্র (আইডি এবং পাসওয়ার্ড) অনলাইনে ছড়িয়ে পড়েছে—যার মধ্যে রয়েছে Apple, Google, Facebook, GitHub, Telegram এবং এমনকি সরকারি পরিষেবাগুলোর তথ্যও!

১৮৪ মিলিয়ন রেকর্ড সম্বলিত একটি রহস্যময় ডেটাবেস একটি ওয়েব সার্ভারে অসুরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এই ডেটাবেসের কথা উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক গবেষণায় বলা হচ্ছে এটি সম্ভবত হিমশৈলের চূড়াটি মাত্র।

Keeper Security-র CEO ড্যারেন গুসিওন বলেন,“এই প্রমাণপত্রগুলি এত বেশি ব্যবহৃত পরিষেবা থেকে এসেছে যে, এর পরিণতি হতে পারে মারাত্মক। প্রতারণামূলক ইমেল, ফিশিং আক্রমণ এবং BEC (Business Email Compromise) এই তথ্য ব্যবহার করেই চালানো হতে পারে।”

এই অবস্থায় আপনার কী করণীয়?

গুগল এই ধরনের ডেটা ব্রিচিং বা তথ্য ফাঁসের ঘটনার কারণেই তার ব্যবহারকারীদের পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মত পুরনো সাইন-ইন পদ্ধতি থেকে সরে এসে জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা আপগ্রেড করার পরামর্শ দিচ্ছে। ব্যবহারকারীদের অ্যাকাউন্টের উপর আরও ভাল নিয়ন্ত্রণের জন্য টেক জায়ান্ট গুগল তাদের অ্যাকাউন্টগুলিকে পাসকি এবং সোশ্যাল সাইন-ইনে আপগ্রেড করার জন্য চাপ দিচ্ছে। গুগলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এমন সরঞ্জাম ব্যবহার করা দরকার বা গুরুত্বপূর্ণ যা আপনার অ্যাকাউন্টকে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত করে এবং আপনাকে জালিয়াতির হাত থেকে রক্ষা করে।

Share the Post:

Related Posts