শিয়ালদহে এসি লোকালের ভাড়া কত?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কলকাতা: আর কিছু দিনের মধ্যেই শিয়ালদহ মেন এবং বনগাঁ শাখায় শুরু হয়ে যাবে এসি লোকাল ট্রেনের (Sealdah AC Local) যাতায়াত। এটা যেমন নিত্যযাত্রীদের কাছে একটা দারুন খবর, তেমনি এই এসি লোকাল ট্রেনের ভাড়া কত হবে, সেই বিস্তর জল্পনা চলছিলই। তবে সেই জল্পনা এবার অবসান হল।

রেলের শিয়ালদহ বিভাগ সূত্রে জানা গিয়েছে কোন স্টেশন পর্যন্ত কত টাকা ভাড়া। সেই ভাড়ার তালিকা একবার দেখে নেওয়া যাক-

শিয়ালদহ মেন এবং বনগাঁ, এই দুই শাখায় আপাতত বাতানুকূল লোকাল চালানো হবে। সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা। এসি লোকালে শিয়ালদহ থেকে দমদম যাতায়াতে ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা।

একই ভাবে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে ৫৬ টাকা। মাসিক ১২১০ টাকা। ফুরফুরে হাওয়ায় শিয়ালদহ থেকে নৈহাটি যেতে খরচ পড়বে ৮৫ টাকা। মাসিক ১৭২০ টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট দৈনিক ১১৩ এবং মাসিক ২৩১০ টাকা। আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে এসি ট্রেনের ভাড়া ১৩২ টাকা। মাসে ২৬৮০ টাকা।

আবার বনগাঁ শাখার জন্য দমদমের ভাড়া পড়বে ২৯ টাকা। মাসিক ৫৯০ টাকা। বারাসতে দৈনিক ভাড়া ৫৬ টাকা এবং মাসিক ১২১০ টাকা। এসি লোকালে হাবড়া যেতে হলে ভাড়া পড়বে ৮৫ টাকা। মাসের হিসাবে ১৭২০ টাকা। গোবরডাঙার ভাড়া হবে যথাক্রমে ৯৯ এবং ২০১০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১১৩ টাকা এবং মাসিক পড়বে ২৩২০ টাকা।

বস্তুত, লোকালের ভাড়ার সঙ্গেই এসি লোকালের ভাড়ার আকাশ-পাতাল ফারাক।

Share the Post:

Related Posts