মনামীর ফটোশ্যুটে কুপোকাত নেটপাড়া

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কলকাতা: মনামী ঘোষের (Monami Ghosh) সৌন্দর্য ও মিষ্টি হাসির প্রেমে বারবার পাগল হয়েছেন তাঁর অনুরাগীরা। ইনস্টাগ্রামে তাঁর নতুন কোনও লুকের ছবি শেয়ার করেন, ভালোবাসায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা। স্টট ড্রেস এক্কেবারে কোরিয়ান গার্ল লাগছে মনামী। ৪০ ছুঁই ছুঁই মনামী, গ্ল্যামার দেখে চোখ ফেরানো দায়! বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নায়িকার গ্ল্যামারও।

মনামী ঘোষের স্টাইল (Manami Ghosh’s style) স্টেটমেন্ট, যা প্রতিবারই নজর কাড়ে সকলের। তাই তো সব সময়ই লাইমলাইটে থাকেন অভিনেত্রী। স্যোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মনামী ঘোষ। তাঁর প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয়। কখনও ভ্রমণ, কখনও ট্রেন্ডিং গানে নাচের ভিডিও, কখনও আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি। এবার অভিনেত্রী ধরা দিলেন ব্ল্যাক বিউটি হয়ে। কালো ডিপকাট স্টট ড্রেসে। পোশাকের থেকে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। অভিনেত্রীর মেদহীন শরীর আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তাঁকে। মনামীর মেকআপ এবং হেয়ারস্টাইল ছিল দেখার মতো। চুলের স্টাইল মনামীকে কোরিয়ান গার্ল লাগছে। ৪০ ছুঁই মনামীর সৌন্দর্য এবং গ্ল্যামারে মুগ্ধ তাঁরই অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Share the Post:

Related Posts