বর্ষা কবে আসছে?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়েই চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather Update) সহ কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে পূর্বাভাস, পরিস্থিতি অনুকূল। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প (water vapor) রয়েছে। ফলে আগামী তিনদিনের মধ্যে বর্ষা (Monsoon) আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী এলাকার ওপরে।

সেইসঙ্গে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপরে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত ঘূর্ণাবর্তের সঙ্গে মিশেছে । শনিবার পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃতি ছিল সেটু আর একটু এগিয়ে এসে দক্ষিণ-পশ্চিম দিকে সরে গিয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির কথা জানাল আবহাওয়া দফতর। আলিপুরের পূর্বাভাস, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে বর্ষা।

তবে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।

অপরদিকে সোম-মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে (North Bengal) । তবে বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে । বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ সোমবার কলকাতায় দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। মাঝে মধ্যে রোদের ঝলক থাকবে। অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Share the Post:

Related Posts