দেশ ছাড়ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: দেশ ছাড়ছেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? ‘শনিবার সকাল ১১টা ২২ মিনিটে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) প্রেসিডেন্সিয়াল বিমান ‘Wing of Zion’ আকাশে উড়েছে। সূত্রের খবর, ইজরায়েলি সময় দুপুর ১টা বেজে ৬ মিনিটে বিমানটি গ্রিসের এথেন্স-এ নেমেছে। দেশ ছেড়ে বিদেশে আশ্রয় খুঁজছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী?

শুক্রবার ইরানের (Iran) সরকারি ঘাঁটি, পরমাণু ঘাঁটি সহ একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছিল ইজরায়েল (Israel)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দু’বার ইরানের উপর হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশ। এবার শুক্রবার মাঝরাতে পাল্টা আক্রমণ চালাল ইরান। প্রাণের ভয় কি দেশ ছাড়ার সিদ্ধান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রীর?

এদিন রাতে জেরুজালেম ও তেল আভিভের উপর একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। জানা গিয়েছে, এর আগে ইজরায়েল লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় ইরানি সৈন্যবাহিনী। কিন্তু ইজরায়েলি এয়ার ডিফেন্স সেই হামলা প্রতিহত করলেও, মাঝরাতে মিসাইল হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। সূত্রের খবর,প্রথমে ইরান ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে তেল আভিভে। ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, কিছু মিসাইল প্রতিহত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম।

রাতভর হামলার ফলে ঘরছাড়া হতে হয় তেল আভিভের সাধারণ মানুষকে। হামলার জের কমলে ইজরায়েল সেনার তরফে জানানো হয়, স্থানীয়রা নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোতে পারলেও সেনা ছাউনির কাছাকাছি থাকতে পারে। কারণ যখন তখন হামলা হওয়ার সম্ভাবনা ছিল।

Share the Post:

Related Posts