কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কলকাতা: গ্রীষ্মের ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহের (Heat Wave South Bengal) সতর্কতা। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে এরই মধ্যে রয়েছে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন টানা বৃষ্টির (Heavy Rainfall South Bengal) পূর্বাভাস একাধিক জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলবে। তবে সেই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরের জেলাগুলিতে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon Arrive South Bengal Next Week) প্রবেশের সম্ভাবনা নেই। জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সাধারণত বর্ষা ঢুকে পড়ে দক্ষিণের জেলাগুলিতে। এ বছর তাতে বেশ খানিকটা দেরি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির (Rainfall Thunderstorm) পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঝড়বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার কলকাতার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমানেও মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বইবে। বিশেষত উপরের পাঁচ জেলায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিরসম্ভাবনা রয়েছে। দুর্যোগ চলবে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। উত্তরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা অধরা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে।

Share the Post:

Related Posts