৫৬ ভোগের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কী কী পাঠান হল?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ওয়েব ডেস্ক: আজ দিঘায় (Digha) জগন্নাথ দেবের স্নানযাত্রা (Jagannath Snan Yatra)। মহাসমারোহে পালিত হচ্ছে সেই উৎসব। আর এই বিশেষ দিনে শ্রদ্ধা ভরে জগন্নাথ দেবের জন্য উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

নিজের বাড়ির বাগানের আম, কাঁঠাল ও মিষ্টি ভগবানের উদ্দেশ্যে উপহারপাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ির বাগানের সেই আম, কাঁঠাল ও সহ মুখ্যমন্ত্রীর পাঠানো মিষ্টি পৌঁছে গেল দিঘার মন্দিরে। এগুলি ছাপ্পান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হবে দুপুরে।

অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাহিরে আসবেন। মন্দিরের দক্ষিণ পাশে এক বিশেষ স্নান বেদি নির্মাণ করা হয়েছে, যেখানে দেবতাদের মহা স্নান সম্পন্ন হবে। ১০৮টি তীর্থস্থান থেকে আনা পবিত্র জল দিয়ে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে।

মন্দির কমিটির সদস্য রাধারমন দাস (Temple committee member Radharman Das) বলেন, “মুখ্যমন্ত্রী নিজের বাগানের কাঁঠাল, গাছ আম এবং মিষ্টি সহ একাধিক সামগ্রী পাঠিয়েছেন। আজ ভগবানের স্নানযাত্রা আছে। স্নানযাত্রার পরে ভগবানের উদ্দেশে এই সমস্ত কিছু নিবেদন করা হবে।

শাস্ত্রানুসারে, আজকের স্নানযাত্রার পর ১৫ দিন ভগবান থাকবেন ‘অনশক্তি’-তে। অর্থাৎ, এই সময়ে দর্শন বন্ধ থাকবে মন্দিরে। কারণ আগামীকাল থেকে, স্নান যাত্রার পরবর্তী জ্বরের কারণে, দেবতারা বিশ্রামে থাকবেন এবং দর্শনের জন্য উপলব্ধ থাকবেন না। তবে মন্দির খোলা থাকবে, এবং শ্রীশ্রী রাধা মদনমোহন জী দর্শন দেবেন। ২৬ জুন হবে রথযাত্রা, তার রথযাত্রার একদিন আগে পুনরায় দর্শন দেবেন।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতির নেতৃত্বে শুরু হয় বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার পর্ব। ছিলেন ইসকনের রাধারমণ দাস এবং আরও ৫৭ জন সেবক ও ১৭ জন সন্ন্যাসী। মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে যাবে মন্দিরের প্রসাদ ও ছবি ।

Share the Post:

Related Posts