পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: ১৮ বছরের অপেক্ষার অবসান। আইপিএল ট্রপি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বলা ভালো, ট্রফি হাতে উঠল বিরাট কোহলির (Virat Kohli)। ৬ রানে পঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। খেতাব জিতে মাঠেই কেঁদে ফেললেন বিরাট। সেই সঙ্গে আইপিএল পেল নতুন চ্যাম্পিয়ন্সদের।

আরসিবি ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলেছিল এবং অবশেষে জিতল (RCB Wins IPL 2025 Final)। পঞ্জাব কিংসকে (PBKS) তারা ফাইনালে হারাল ৬ রানে। এদিন টস হেরে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ১৯০ রান। ফিল সল্ট ও বিরাট কোহলির ওপেনিং জুটিতে এসেছিল মাত্র ১৮ রান। ফিল সল্ট আউট হওয়ার পর ইনিংস এগিয়ে নিয়ে যান কোহলি। কিন্তু ৩৫ বলে ৪৩ রান করে ফিরে যান কোহলিও। আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে তাঁর হাতেই কোহলি ক্যাচ তুলে দেন। পাঁচ থেকে সাতে নামা তিন ব্যাটার- লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫), জীতেশ শর্মা (১০ বলে ২৪) ও রোমারিও শেফার্ড (৯ বলে ১৭) দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন। শেষের দিকে ক্রুনাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার, আসেন আর ফিরে যান। পাঞ্জাবের হয়ে তিন উইকেট করে নিলেন জেমিসন ও অর্শদীপ সিং। ওমরজাই-বিজয়কুমার বৈশাক ও যুজবেন্দ্র চাহাল এক উইকেট করে নিয়েছেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং দু’জনেই ছিলেন মারকাটারি মেজাজে। পাওয়ারপ্লে-র পুরো ফায়দা তুলতেই তাঁরা ব্যাট চালাচ্ছিলেন। কিন্তু প্রিয়াংশকে ফিরতে হয় সল্টের অসাধারণ ক্যাচে। জশ হ্যাজেলউডের কোমরের উপর লেন্থ বলে উড়িয়ে খেলেছিলেন প্রিয়াংশ। কিন্তু বাউন্ডারি লাইনের ভিতরে-বাইরে গিয়ে সল্ট যে ক্যাচ নিলেন, তা ছিল দেখার মতো। ১৯ বলে ২৪ করে আউট হন প্রিয়াংশ। এরপর প্রভসিমরণকেও হারায় পঞ্জাব। ক্রুনাল পাণ্ডিয়ার স্লোয়ার চালিয়ে খেলতে গিয়ে প্রভসিমরণ ভুবনেশ্বর কুমারের হাতে জমা পড়ে যান। ৯ ওভারের ভিতর ৭২ রানে ২ উইকেট চলে যায় পঞ্জাবের। চারে নেমে অধিনায়ক শ্রেয়স আজই চূড়ান্ত ব্যর্থ হলেন। রোমারিও শেফার্ডের বলে সূযশ শর্মার হাতে ক্যাচে তুলে দেন। ১০ ওভারের ৭৯ রান তুলতে গিয়ে পঞ্জাবের তিন উইকেট চলে যায়। তারপর চেষ্টা করেও ম্যাচ জেতা সম্ভব হয়নি পাঞ্জাব কিংসের। ৬ রানে ম্যাচ হারে প্রীতি জিন্টার দল। উল্লেখ্য, ২০১৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল পঞ্জাব।

Share the Post:

Related Posts