ফের ভয় ধরাচ্ছে করোনা

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

২০১৯-২০ সাল নাগাদ গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল করোনা (Corona) বা কোভিড (Covid)। এর পর সামাজিক বিধিনিষেধ, ভ্যাকসিনের পরে বেশ কয়েকটা বছর বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মানুষ। কিন্তু সেই আতঙ্ক ফের ফিরে এল নতুন সাজে, অর্থাৎ নয়া ভ্যারিয়েন্টের (New variant) রূপ নিয়ে ফিরে এসেছে করোনা আতঙ্ক। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

কেরলে ২৭৩ জন আক্রান্ত, তামিলনাড়ুতে ৬৬, মহারাষ্ট্রে ৫৬, যার মধ্যে মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা বেশি। দিল্লিতে-২৩, অন্ধ্রপ্রদেশে -৪, উত্তরপ্রদেশে-৪, পুদুচেরিতে-১২, গুজরাতে-৭, উত্তরাখণ্ডে-৩, রাজস্থানে-২, হরিয়ানায়া-৪। তবে পিছিয়ে থাকল না বাংলা। ১১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছেএর মধ্যে বাইপাসের  আপোলোতে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন একজন।

পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। একজন প্রসূতিও আক্রান্ত। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দুজন আক্রান্তের হদিশ মিলেছে। আক্রান্তরা অধিকাংশই সর্দিজ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি।  সবাইকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা থাকলে দেওয়া হচ্ছে অক্সিজেন। তবে, আক্রান্তরা কেউ গুরুতর অসুস্থ নন, বলে খবর হাসপাতাল সূত্রে খবর।

Share the Post:

Related Posts