বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়া। অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে নুসরতকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ২০১৫ সালে অভিনয়ের সফর শুরু নুসরতের।বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও পরিচিত মুখ তিনি। এদেশের টলিপাড়াতেও কাজ করেছেন নুসরত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে আটক করা হয়েছে।
রবিবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নুসরত ফারিয়া। সেইসময় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট থেকে আটক করা হয় তাঁকে। এরপর থানায় নিয়ে যাওয়া হয় নুসরতকে।