চাকরিহারাদের বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনে আন্দোলন করছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকরা। তাঁর আর পরীক্ষা না দিয়ে পুনরায় চাকরি ফেরতের দাবি করেন। বিকাশভবনের মূল গেট ভেঙে ঢুকে পড়েছিলেন। ওই বিক্ষোভের জেরে বিকাশভবনের কর্মীরা বাইরে বেরোতে পারেননি দীর্ঘ সময়। পুলিস বিক্ষোভ (Agitation) অবস্থান তুলতে গেলে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিস লাঠি চালায়। উভয় পক্ষই আহত হয়।  উত্তরবঙ্গ যাওয়ার আগে সোমবার কলকাতা বিমানবন্দর থেকে চাকরিহারা শিক্ষকদের (Teachers) উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই শিক্ষকদের মানবিক হতে বললেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনারা এখানে না আন্দোলন করে আইনে লড়াই করুন। আমরা সম্পূর্ণ সাহায্য করব। আমরা ওঁদের বিপক্ষে নই। কিন্তু যদি কোনও রাজনৈতিক দল যদি মনে করে, জলঘোলা করবে। তাহলে সেই রাজনৈতিক দলকে আমার প্রশ্ন থাকবে কোর্টে গিয়ে কেস তো আপনারা করেছিলেন। এটা করা কি উচিত ছিল?  আমার যথেষ্ট সহানুভূতি ওদের প্রতি আছে ও থাকবে।

আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। খুব খারাপ লাগাছে। যাঁরা উস্কাচ্ছে তাঁরাই ওঁদের বিরুদ্ধ মামলা করেছে। আদালত কোনও সিদ্ধান্ত নিলে আমরা তা মানতে বাধ্য। এখনও কারও মাইনে বন্ধ হয়নি। রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সঙ্গে কথা বলেছি। শিক্ষকদর সম্মান, প্রত্যাশা করি। শিক্ষকের সংখ্যা কম। বাইরেরে লোকের সংখ্যা বেশি। অন্তঃসত্ত্বা মাকে বাড়ি যেতে দিচ্ছে না। অফিসে কাজ করছেন তাঁকে ১৪, ১৮, ২০ ঘণ্টা আটকে রেখে দেওয়া হয়েছে। এক মহিলা পরীক্ষার্থীকে বাড়ি যেতে দেওয়া হয়নি। তিনি ভয়ে লাফ দিয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি আন্দোলনের বিপক্ষে নই। তবে আন্দোলন করারও একটি লক্ষণ রেখা আছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে মানবিকতার প্রসঙ্গ।

Share the Post:

Related Posts