সন্তান আসতে বাকি আর কয়েক মাস। কিয়ারাকে সবসময় আগলে রাখছেন সিদ্ধার্থ। এবার হবু বাবা মা সিদ্ধার্থ (Siddharth Malhotra)-কিয়ারা (Kiara Advani) বেরিয়ে পড়লেন ছুটি কাটাতে। ধুমধাম করে প্রথম বিবাহবার্ষিকী পালনও করেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। আর এবার জীবনে নতুন সদস্য আসার সুখবর জানালেন বলিউডের এই হট কপল। বাবা-মা হওয়ার খবরও স্যোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে কিয়ারা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুজনে চুটিয়ে ছুটি উপভোগ করছেন। ছবিতে একটি সাদা রঙের ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে কিয়ারা। অন্য ছবিতে দেখা যাচ্ছে একগুচ্ছ ফুলের ছবি রয়েছে। সিদ্ধার্থ-কিয়ারা সেলফি শেয়ার করেছেন। যেখানে দুজনেই পরে রয়েছেন ধূসর রঙের পোশাক, চোখে রয়েছে রোদ চশমা। খাবারের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।