পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ান

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলা! নিহত একাধিক। ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে ভারত পাকিস্তান (Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। কেন্দ্রের পক্ষ থেকে বসা হয়েছে বিভিন্ন বৈঠকেও। আর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে দিলেন বার্তা। জানালেন, ‘ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে খুঁজে বের করে তাড়ান’।

জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে পর্যটকদের নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। ইতিমধ্যেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ গ্রহণ করেছে। বন্ধ করা হয়েছে সবরকম যোগাযোগ ব্যবস্থা।

আর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব মুখ্যমন্ত্রীদের ফোন করে নির্দেশ দিলেন পাকিস্তানিদের দেশ থেকে তাড়ানোর। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে, পাশাপাশি সমস্ত পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও ভারত বিরোধী বিভিন্ন সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

Share the Post:

Related Posts