বক্স অফিসে কেমন লড়ছে অক্ষয়ের ছবি!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

সানি দেওলের(Sunny Deol) ‘জাট'(Jaat) এবং সলমন খানে(Salmn Khan)র ‘সিকন্দর'(Sikandar) এর সঙ্গে অক্ষয় কুমারের(Akshay Kumar) ‘কেশরী ২'(Kesari Chapter 2) বক্স অফিসে খুব একটা খারাপ ব্যাটিং করছে না। গত ১৮ এপ্রিল বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয়ের এই ছবি। যদিও অক্ষয়ের ‘স্কাই ফোর্স'(Sky Force) ছবিটি বছরের প্রথম দিকে মুক্তি পেলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

গত কয়েক বছর ধরেই বক্স অফিসে(Box Office) হোঁচট খাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ছবি। গত তিন দিনে দেশে ও বিদেশে করণ সিং ত্যাগী পরিচালিত ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিটি মোট আয় করেছে ৩৮.১৪ কোটি টাকা। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। নিরাপরাধ ভারতের যে নৃশংস ভাবে হত্যা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার।

‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিতে অক্ষয় কুমার রিয়েল লাইফ নায়ক আইনজীবী সি. শঙ্করন নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ব্রিটিশরাজের বিরুদ্ধে জালিয়ানাওয়ালা বাগ হত্যাকাণ্ডের আসল সত্য উন্মোচনের জন্য লড়াই করেছিলেন। আর মাধবন আইনজীবী নেভিল ম্যাককিনলির ভূমিকায় অভিনয় করেছেন এবং অনন্যা পাণ্ডে দিলরীত গিলের চরিত্রে অভিনয় করেছেন।

Share the Post:

Related Posts