মন্দিরের হাজার কেজি সোনা গলিয়ে ফেলল তামিলনাড়ু সরকার

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ২১টি মন্দিরের অব্যবহৃত সোনা গলিয়ে ফেলল তামিলনাড়ু সরকার। হাজার কেজির বেশি ওজনের সোনা গলানো হয়েছে। ওই সোনা পরিণত করা হয়েছে ২৪ ক্যারাটের সোনার বাটে। সেগুলি ব্যাঙ্কে গচ্ছিত রেখে বছরে ১৮ কোটি টাকা রোজগার হচ্ছে রাজ্য সরকারের। শুধু সুদ বাবদই এই টাকা মিলছে। তামিলনাড়ু বিধানসভায় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন রাজ্যের হিন্দু ধর্মীয় সম্পত্তি বিষয়ক মন্ত্রী পিকে সেকর বসু।

বিধানসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের ২১টি মন্দিরে ভক্তদের দানের যে সমস্ত সোনা অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল, তা প্রথমে আলাদা করা হয়েছে। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই অব্যবহৃত মোট সোনার পরিমাণ ১০৭৪ কেজির কিছু বেশি। তার মধ্যে তিরুচিরাপল্লীর অরুলমিগু মারিয়াম্মান মন্দির থেকেই এসেছে ৪২৪.২৬ কেজি সোনা। মুম্বইয়ের সরকারি টাঁকশালে এই সোনা গলানো হয়েছে। তা থেকে তৈরি করা হয়েছে সোনার বাট। ভারতীয় স্টেট ব্যাঙ্কের নির্দিষ্ট বিমা প্রকল্পে ওই সোনার বাট জমা রাখা হয়েছে। বছরে ১৭.৮১ কোটি সুদ পাওয়া যাচ্ছে তা থেকে।

Share the Post:

Related Posts