ফের বাড়ল রান্নের গ্যাসের দাম

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

একধাক্কায় বেশ খানিকটা বাড়ল রান্নার গ্যাসের (Gas) দাম। যার জেরে ফের মধ্যবিত্তের পকেটে লাগতে চলেছে ছ্যাকা। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানালেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫০টাকা বাড়তে চলেছে। সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী জানান, ১৪.২ কেজি গৃহস্থ সিলিন্ডারের দাম হতে চলেছে ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা। রেহাই পাবেন না উজ্জ্বলা গ্রাহকরাও। উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসের দাম পড়বে ৫৫৩ টাকা এবং উজ্জ্বলা বহির্ভূত রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম হচ্ছে ৮৫৩ টাকা।

একনজরে দেখে নেওয়া যাক শহর অনুযায়ী রান্নার গ্যাসের দাম:

আরও পড়ুন: ফের দাম বাড়ছে পেট্রল-ডিজেলের? কেন্দ্রের ঘোষণায় জল্পনা

নয়াদিল্লিতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০৩, নতুন দাম ৮৫৩।

মুম্বইতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০২.৫০, নতুন দাম ৮৫২.৫০।

গুরুগ্রামে গ্যাসের পুরনো দাম ছিল ৮১১.৫০, নতুন দাম ৮৬১.৫০।

বেঙ্গালুরুতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০৫.৫০, নতুন দাম ৮৫৫.৫০।

চণ্ডীগড়ে গ্যাসের পুরনো দাম ছিল ৮১২.৫০, নতুন দাম ৮৬২.৫০।

জয়পুরে গ্যাসের পুরনো দাম ছিল ৮০৬.৫০, নতুন দাম ৮৫৬.৫০।

পাটনায় গ্যাসের পুরনো দাম ছিল ৮৯২.৫০, নতুন দাম ৯৪২.৫০।

কলকাতায় গ্যাসের পুরনো দাম ছিল ৮২৯.০০, নতুন দাম ৮৭৯.০০।

চেন্নাইতে গ্যাসের পুরনো দাম ছিল ৮১৮.৫০, নতুন দাম ৮৬৮.৫০।

নয়ডাতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০০.৫০, নতুন দাম ৮৫০.৫০।

ভুবনেশ্বরে গ্যাসের পুরনো দাম ছিল ৮২৯.০০, নতুন দাম ৮৭৯.০০।

হায়দরাবাদে গ্যাসের পুরনো দাম ছিল ৮৫৫.০০, নতুন দাম ৯০৫.০০।

লখনউতে গ্যাসের পুরনো দাম ছিল ৮৪০.৫০, নতুন দাম ৮৯০.৫০।

Share the Post:

Related Posts