ছবির পোস্টারে নতুন অবতারে ধরা দিয়েছেন ভিকি

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

‘ছাবা’র সাফল্য উপভোগ করছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় ভিকির অভিনয় দর্শকদের মন জয় করেছেন। ছবি ‘ছাবা’ বক্স অফিসে এতটাই ভালো ব্যবসা করেছে। ভিকির অভিনয় দর্শক, সমালোচক সকলেরই প্রশংসা কুড়িয়েছে। ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত ও ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবি। এবার পর্দায় জাদু দেখাবেন অভিনেতা। দর্শকদের জন্য নতুন চমক দিতে চলেছেন ভিকি।

ভিকির নতুন ছবির খবর শোনাল। পরিচালক সুজিত সরকারের আগামী ছবি ‘এক জাদুগর’-এ একজন জাদুকরের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। পোস্টারে নতুন অবতারে ধরা দিয়েছেন ভিকি। ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। পোস্টারে ভিকির লুক দেখে অনেকেই তাঁকে জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন। লম্বা টুপি, গাঢ় সবুজ এমব্রয়ডারি করা ভেলভেটের কোট, হাতে জাদু দণ্ড আর ক্রিস্টাল ম্যাজিক বল, তাসের পাশাপাশি, চারপাশে রয়েছে পায়রা এবং খরগোশও। নয়া অবতারে হাজির অভিনেতা। ‘এক জাদুগর’ (Ek Jaadugar)-এর পোস্টার ফ্যানদের ইতিমধ্যে উত্তেজিত করে তুলেছে।

Share the Post:

Related Posts