কপালে লাল সিঁদুর, কামাখ্যা মন্দিরে পুজো দিলেন সারা

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কপালে লাল সিঁদুর,পরনে সাদা সালোয়ার, কামাখ্যা মন্দিরে (Sara Ali Khan Visits KamakhyaTemple) ভক্তি ভরে পুজো দিলেন সারা আলি খান। ব্রক্ষ্মপুত্রে নৌকা ভ্রমণে করলেন নায়িকা। সারা আলি খানকে (Sara Ali Khan) মাঝে মাঝেই নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। অভিনেত্রী কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে সারা তাঁর ইনস্টাগ্রামে পুজোর বেশ কিছু ছবিও শেয়ার করেন।তাঁর এই সব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা কমেন্টে তাঁকে ভরিয়ে দিয়েছিলেন। তবে তাঁদের দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে।

স্যোশাল মিডিয়ায় যে ছবি সারা দিয়েছেন তাতে দেখা গিয়েছে, কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) যান সারা। সেখানেই তাঁকে ভক্তি ভরে পুজো দিতে দেখা যায়। নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান দেবীর দর্শন করতে গিয়েছিলেন। ছবিগুলিতে অভিনেত্রীকে সাদা পোশাককে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল সাদা চুড়িদার, মাথায় সাদা ওড়না দিয়েছিলেন। তাঁর কপালে ছিল লাল সিঁদুর। অভিনেত্রীকে ব্রহ্মপুত্র নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা গিয়েছে।

কামাখ্যা মন্দিরে দেবী দর্শনের ছবিগুলি দেখে বহু নেটিজেন তাঁর আধ্যাত্মিক ভ্রমণের প্রশংসা করে লিখেছেন, ‘জয় মাতা দি, মাতা রানীর আশীর্বাদ আপনি পাবেন।’ এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। একজন লেখেন, ‘তুমি কেন ইসলামিক উৎসবের কোনও ছবি শেয়ার করো না।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

Share the Post:

Related Posts