রামনবমীতে কলকাতায় ৬০ মিছিল, সতর্ক লালবাজার

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

রামনবমীর (Ram Navami 2025) মিছিল নিয়ে আরও সতর্ক লালবাজার। কলকাতা পুলিশের থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার। লালবাজারের তরফে পুলিশকর্মীদের ওই দু’দিন সজাগ থাকতেও বলা হয়েছে। রবিবার রামনবমী উপলক্ষে শহর জুড়ে বড়সড় নিরাপত্তা ব্যবস্থা করেছে লালবাজার (Lalbajar)। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। শহরের বিভিন্ন রুটে থাকবে বিশেষ নজরদারি। রামনবমী উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় স্থানে, রাস্তায় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি থানার পুলিশ আধিকারিকদের ওই শোভাযাত্রার ডিউটি করার সময় বডি ক্যামেরা ব্যবহার করার জন্য বলা হয়েছে।

সূত্রের খবর,নির্দিষ্ট কয়েকটি রুটেই একমাত্র যাবে রামনবমীর মিছিল। ওই রুটগুলিতে কড়া ব‌্যবস্থা নিচ্ছে লালবাজার। কোনও ধরনের গোলমালের শুরুতেই ব‌্যবস্থা নেওয়া যায়, সেদিকে নজর রয়েছে পুলিশের। একই সঙ্গে রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে। ওই দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। লালবাজারের সূত্র জানিয়েছে, রামনবমীতে কলকাতায় মোট ৫৯টি মিছিল বের হবে। তারমধ্যে পাঁচটি বড় মিছিল। এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ‌্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ।

বড় মিছিল যেসব রুট দিয়ে যাবে সেখানে থাকবে পুলিশ পিকেট। ডিসি, যুগ্ম কমিশনার, এসি, জয়েন্ট সিপি পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক থাকবেন মিছিলের রুটে। ওসি-দেরও বিশেষ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশ, রামনবমীর মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর শরীরে যেন ‘প্রোটেকটিভ গিয়ার’ থাকে। যদি কেউ ইট বা বোতল নিয়ে হামলা চালায়, সঙ্গে সঙ্গেই যেন পুলিশ এগিয়ে গিয়ে ব‌্যবস্থা নিতে পারে। মিছিলগুলির উপর আকাশপথে নজরদারি চালাবে ড্রোন। মিছিলের আগে ও পরে হাঁটবে পুলিশ। থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশের গাড়িও। আশপাশের রাস্তাগুলিতে থাকবে পুলিশের টহলদার গাড়ি। শোভাযাত্রাগুলির আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। পুলিসের নির্দেশ অনুযায়ী, মিছিলগুলিতে কোনওরকম অস্ত্র ও বাইক ব্যবহার ব্যবহার করা যাবে না।

Share the Post:

Related Posts