ফের শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

শিয়ালদহ (Sealdah) বিভাগে রেলের কাজের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন। সপ্তাহ শেষে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ৬ এপ্রিল রবিবার, ভোর ৬.৪০ পর্যন্ত সাত ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। সাত ঘণ্টার মধ্যে ওই রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দমদম জংশনে ক্যালকাটা কর্ড লিংক লাইনের অর্থাৎ, সিসিআর আপ লাইনে ট্রাফিক ব্লক থাকবে।

৫ এপ্রিল (শনিবার) বাতিল ট্রেন
শিয়ালদা-ডানকুনি আপ 32249/ ডাউন 32252

৬ এপ্রিল (রবিবার) বাতিল ট্রেন
শিয়ালদহ-বনগাঁ আপ 33813/ ডাউন 33822
শিয়ালদহ-হাবরা আপ 33651/ ডাউন 33652
শিয়ালদহ-ডানকুনি আপ 32211, 32213, 32215, 32217/ ডাউন 32212, 32214, 32216, 32218

১১ এপ্রিল (রবিবার) লোকাল ও এক্সপ্রেস ট্রেনের পরিবর্তিত সময়
22202 পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস আগামী ৫ এপ্রিল অর্থাৎ শনিবার ৩ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হয়েছে। ট্রেনটি পুরী থেকে রাত ৭.২৫ মিনিটের পরিবর্তে রাত ১০.২৫ মিনিটে ছাড়বে।

কোন কোন লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঘুরে পথে যাত্রা করবে?
13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ছাড়বে। ট্রেনটি ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। তবে সাধারণত ট্রেনটি ডানকুনি-দমদম এবং বেলঘরিয়া হয়ে গন্তব্যে পৌঁছয়।
12344 হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল শনিবার যাত্রা শুরু করবে। ট্রেনটি ডানকুনি-দমদম জংশনের পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে।
12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটি শনিবার ডানকুনি ও দমদম জংশন এর পরিবর্তে ব্যান্ডেল নৈহাটি ও দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে।

Share the Post:

Related Posts