আর্থিক দুর্নীতি, চার্জশিটে মুখ্যমন্ত্রীর কন্যার নাম!

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আর্থিক দুর্নীতির অভিযোগে কেরালার (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) কন্যা বীণা বিজয়নের (Veena Vijayan) নাম উঠল এসএফআইও চার্জশিটে। কোন পরিষেবা না দিয়েও সিএমআরএল (CMRL) সংস্থার থেকে অসদুপায়ে বীণার সংস্থা এক্সালজিক সলিউশনস (Exalogic Solutions) ২.৭ কোটি টাকা পেয়েছে বলে অভিযোগ এসএফআইও’র। এসএফআইও-র এই তদন্ত প্রক্রিয়ায় সবুজ সংকেত দিল মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স।

কোচি মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেডে আর্থিক জালিয়াতি কাণ্ডের তদন্তে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন (SFIO) অফিসের চার্জশিটে অভিযুক্ত হিসাবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা বীণার নাম ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীর চার্জসিটকে অনুমোদন দিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক।

কার্যত কোনও পরিষেবা না দিয়ে মনগড়া নানা রকম খরচ দেখিয়ে অর্থ আত্মসাৎ করার এই অভিযোগে এসএফআইও ২০১৩ সালের কোম্পানিজ আইন অনুযায়ী তদন্ত শুরু করে। আর সেই সূত্রেই এক্সালজিক সলিউশন প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বীণা বিজয়ন ২.৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। অভিযোগ প্রমাণিত হলে তাঁর দশ বছরের কারাদণ্ড এবং যে পরিমাণ টাকা জালিয়াতির অভিযোগ, তার তিনগুণ অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

Share the Post:

Related Posts