নতুন গান, ‘মেলার গান ‘

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বাংলায় গানের ব্যান্ডের সংখ্যা নেহাত কম নয়। আর সেখানেই কয়েকদিন আগে প্রকাশ্যে আসে বাংলার এক নতুন গানের দল ‘ হুলিগানইজম ‘(Hooligaanism)। আজ প্রকাশ পেল এই ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও ‘মেলার গান’। তবে এই ব্যান্ডের কী বিশেষত্ব? অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya )এই দলে রয়েছেন। পাশাপাশি ব্যান্ডটির সঙ্গে যুক্ত রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শুভদীপ গুহ, কৃশানু ঘোষ, সুশ্রুত গোস্বামী, নীলাংশুক দত্ত, প্রীতম দেব সরকার, সোমেশ্বর ভট্টাচার্য আর প্রীতম দাস।

এর আগে ‘হুলিগানইজম’ (Hooligaanism) দলটি কলকাতায় একটি কনসার্টের মাধ্যমে আত্মপ্রকাশ করে। আর এবার ইউটিউবে এসভিএফ মিউজিকের (Svf music) পক্ষ থেকে প্রকাশ পেল তাদের প্রথম গান ‘মেলার গান’। মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে ছিলেন ঋদ্ধি সেন। তাঁদের সংস্থা ‘অডভেঞ্চারস’ ( odd ventures) গানের ভিডিওগ্রাফি করে, যে সংস্থার দায়িত্ব সামলান ঋদ্ধি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং রাজর্ষি নাগ।

নতুন দল ‘হুলিগানইজম’- এর নতুন এই অ্যালবামে রয়েছে মোট ৬টি গান, যার মধ্যে আজ সামনে এল তাঁদের প্রথম গান ‘মেলার গান’। যে গান আপনাকে এক নিমেষে ফিরিয়ে দিতে পারে আপনার এক টুকরো ছোটবেলা। জীবনচক্রের বাইরে গিয়ে একমুঠো বাতাস যে আপনাকে উপহার দিতে পারে। ইঁদুর দৌড়ের এই জীবন থেকে এই গানের মাধ্যমে কিছুক্ষণের জন্য নিজেকে আপনি সরিয়ে আনতেও পারবেন।

Share the Post:

Related Posts