সিকন্দরের প্রচারে ভাইজান

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

প্রত্যেক বছর ভাইজানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে থাকে বিশেষ চমক! আর এবছরের চমক ‘ সিকান্দার’। একসঙ্গে জুটি বাঁধবেন সালমন এবং রাশ্মিকা । আর এবারে প্রচারে গিয়ে রাশ্মিকার দেখানো পথ অনুসরণ করলেন ভাইজান, কিন্তু কী করলেন তিনি, জানতে চান নিশ্চই, চলুন আর দেড়ি না করে দেখে নিন…

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

বলিউড ভাইজান সালমন খান। প্রত্যেক বছর ঈদ উপলক্ষে বিগ বাজেটের ছবি তিনি আনেন। আর সেখানে বহু নতুন তারকাদের জায়গাও করে দেন। তবে এবার তাঁর ছবি ‘ সিকান্দার ‘ এ দেখা মিলবে রাশ্মিকা মান্দানার। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার প্রচার। আর এবার সেই প্রচারেই রাশ্মিকা ভাইজানকে দেখা মিলল একসঙ্গে। সেখানেই রাশ্মিকা বিটিএস স্টাইল লাভ সাইন দিয়ে ছবি তুলছিলেন। আর তা দেখে আগ্রহী হয়ে ওঠেন সালমন। চটজলদি তিনিও সেই পোজ শিখতে চান রাশ্মিকার কাছে। রাশ্মিকাও তাঁকে তা হাসিমুখে শিখিয়ে দেন। তারপরেই বিটিএস স্টাইল লাভ সাইন দিয়ে ছবি তোলেন দুজনেই।

Share the Post:

Related Posts