অরিজিতের সুরের জাদুতে মুগ্ধ অনুরাগীরা। এবার নেচে কনসার্ট জমালেন অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিতের গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু গানের পাশাপাশি অরিজিৎ যে দারুণ নাচতেও পারেন, তার প্রমাণ পাওয়া গেল। অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই মঞ্চে ম্যাজিক ঘটবে। সেই মুহূর্ত ঝড়ের গতি ভাইরাল হবে। আর এবার তাঁর কনসার্টে দেখা গেল চমক। মুম্বইয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল অরিজিৎ সিংয়ের। সেখানেই তিনি কাল হো না হো ছবি থেকে প্রিটি ওম্যান গানটিতে জমিয়ে ভাঙরা নাচলেন। তিনি মঞ্চে যেন সব ভুলে জমিয়ে ভাঙরা নাচলেন। পেশাদার নৃত্যুপশিল্পীদের সঙ্গেই নিজের মতো করে নাচতে দেখা গেল গায়ককে। আর সেটারই ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। কমেন্টে অনেকেই লেখেন, ‘অ্যা! এটা কী রূপ দেখছি অরিজিৎ সিংয়ের?’
