আরজি করে নির্যাতিতা তরুণীর ডেথ সার্টিফিকেট হাতে পেল তাঁর পরিবার। বুধবার তাঁদের বাড়িতে গিয়ে মৃত্যুর নথি দিয়ে এসেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এত দিন ওই নথি তাঁদের কাছে ছিল না বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। একাধিক বার এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন। অবশেষে ডেথ সার্টিফিকেট পেলেন তাঁরা।
ডেথ সার্টিফিকেট পেয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘‘স্বাস্থ্যসচিব আমাদের বাড়িতে এসেছিলেন। আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের মূল কপিটা দিয়ে গেলেন। বললেন, পরবর্তী সময়ে অন্য কপি দরকার হলে এমএসভিপি তা দিয়ে দেবেন। আমাদের কাছে লিঙ্ক এসে গিয়েছে। প্রয়োজনে আমরা প্রিন্ট আউট বার করে নিতে পারব।’’
সেপ্টেম্বর মাস থেকে ডেথ সার্টিফিকেটের জন্য ঘোরাঘুরি করছিলেন, জানিয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর কথায়, ‘‘সেপ্টেম্বর মাস থেকে আমরা চেষ্টা করছিলাম। ৩১ জানুয়ারি লিখিত দিই। তার পর এক বার স্বাস্থ্য ভবন, এক বার বোরো অফিস, এক বার আরজি কর— এই চলছিল। অনেক ঘোরাঘুরি করেছি। হঠাৎ করে স্বাস্থ্য সচিব নিজেই চলে এসেছেন দেখলাম।’’