শীতের খামখেয়ালিপনা জারি রয়েছে রাজ্যজুড়ে। কখনও ঠাণ্ডা তো কখনও আবার প্রচণ্ড গরম। সকালবেলাতে আবার ঘন কুয়াশার দাপট। যদিও সেই কুয়াশার চাদর সড়ে যেতে দেখা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। কড়া রোদের জেরে গা পড়ানো গরমের দাপটও অব্যাহত। আর এবার আবহাওয়া দফতরের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা। যার জেরে স্পষ্ট ইঙ্গিত রাজ্যে শুরু হয়ে গেছে শীত বিদায় পর্বের প্রস্তুতি। এমনটাই জানাল আবহাওয়া দফতর।
বসন্তের আগমন যে শুধু সময়ের অপেক্ষ তাও কিন্তু স্পষ্ট। কারণ ইতিমধ্যেই ইতিউতি শোনা যাচ্ছে কোকিলের ডাক। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মাসের মাঝামাঝি রাজ্য থেকে পুরোপুরি ভাবে বিদায় নিতে চলেছে শীত। বৃহস্পতিবার থেকেই ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে।
তবে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও, উত্তরবঙ্গ থেকে এখনই কিন্তু বিদায় নেবেনা শীত। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাসও।
শীত বিদায় নিতে চললেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও বজায় থাকবে কুয়াশার দাপট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ কুয়াশায় আচ্ছন্ন থাকবে বলে জানা যাচ্ছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত কলকাতায় নেই বৃষ্টির সম্ভাবনা। থাকবে শুষ্ক আবহাওয়া।