কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

মাঘের মাঝামাঝি সময়েও শীতের (Winter) ফর্মে ঘাটতি দেখা যাচ্ছে। সরস্বতী পুজোর আগে থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের (Weather Forecast) ইঙ্গিত স্পষ্ট। সোয়েটার, মাফলার, টুপি উঠে গিয়েছে আলমারিতে। রাতের ঠান্ডাও কমতে শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বৃহস্পতিবার ভোরে তা এক লাফে বেড়ে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, শীতের এই আচমকা বদলের মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা উত্তুরে হাওয়ার প্রবাহে বাধা সৃষ্টি করছে। এর ফলে রাত ও দিনের তাপমাত্রা বাড়ছে। আবহবিদদের মতে, চলতি মরশুমে শীতের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলে শীতের প্রত্যাবর্তনের আশা ক্ষীণ।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ দিনে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা পারদ পতন হতে পারে। তবে তা শীতপ্রেমীদের জন্য সন্তোষজনক হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বরং ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ থেকে গরমের প্রকোপ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, ফলে শীত কার্যত বিদায় নিতেই চলেছে।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীত বিদায় নেওয়ার পথে। তবে ঘন কুয়াশা এখনও দাপট দেখাচ্ছে উত্তরের জেলায় জেলায়। আগামী ৩ দিন দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই অঞ্চলে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে সকালবেলায়। ফলে যান চলাচলে সমস্যার আশঙ্কা রয়েছে।

Share the Post:

Related Posts