অপ্রতিরোধ্য খাদান। ঝড়ের গতিতে বক্স অফিসে ব্যাটিং করছে দেবের খাদান। এগিয়ে চলেছে বক্স অফিস কালেকশন। আর এবার ছবির আয়ের হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। প্রজাপতির বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গেল খাদান।
মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে খাদান। খাদান ছবির হাত ধরে দেব নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। খাদান প্রজাপতি ছবিটির লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গেল তাও মাত্র ১৭ দিনেই। বর্তমানে খাদান ব্যবসার নিরিখে চতুর্থ সর্বোচ্চ আয় করা বাংলা ছবি। তার পূর্ববর্তী হিট ছবি প্রজাপতি-এর লাইফটাইম কালেকশনকে মাত্র ১৭ দিনেই ছাপিয়ে গেছে খাদান।প্রথম সপ্তাহে ৬.৬ কোটি, দ্বিতীয় সপ্তাহে ৪.৭ কোটি এবং তৃতীয় সপ্তাহের শুরুতেই ১.৬৫ কোটি আয় করে খাদান এখন পর্যন্ত ১২.৯৫ কোটি টাকা ঘরে তুলেছে। আগামী দিনে এই ছবি ১৩ কোটি টাকার সীমা পেরোবে বলে আশা করা হচ্ছে।