আসছে ‘স্ত্রী ৩’

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

নতুন বছরে সিনেপ্রেমীদের জন্য বড় ঘোষণা ম্যাডক ফিল্মসের। থাকছে শ্রদ্ধা-রাজকুমারের নতুন চমক। ২০২৪ সালে নারীতন্ত্রের বার্তায় বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে স্ত্রী ২। এবার আসছে স্ত্রীর ৩। আসছে ভেড়িয়া ২। হরর-কমেডি ইউনিভার্সে কবে আসছে ‘স্ত্রী 3’ (Stree-3) ও ‘ভেড়িয়া 2’ (Bhediya 2)।

২০২৪ সাল পুরুষতন্ত্রের শিকল ভাঙার বার্তা দিয়ে বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছে স্ত্রী ২। একচেটিয়া ব্যবসা করে ৫০ কোটি টাকার ছবি ৫০০ কোটি টাকা আয় করেছে। সেই ব্লকবাস্টার সিনেমার এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসতে চলেছে। ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই এই শ্রদ্ধা-রাজকুমারের ছবি। তবে শুধু ‘স্ত্রী ৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস-এর তরফে ২ জানুয়ারি আরও একগুচ্ছ সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ ছবিও রয়েছে। 2026 সালে হরর-কমেডি ‘ভেড়িয়া 2’ মুক্তি পাবে ৷ বরুণ ধাওয়ান অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে আসবে 14 অগস্ট ৷

2026 সালে ‘চামুন্ডা’ মুক্তি পাবে 4 ডিসেম্বর ৷ চলতি বছর দুটি নতুন সিনেমা সামনে আনছে প্রযোজনা সংস্থা ৷ দিওয়ালিতে মুক্তি পাবে ‘থামা’ ও 31 ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী’ ৷ এই দুটি ছবির সঙ্গে লিঙ্ক থাকবে ভেড়িয়া 2 ও চামুন্ডা ছবির ৷

Share the Post:

Related Posts