ভারতে অসাধ্যসাধন ঘটাবেন ইলন মাস্ক?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ভারতের বুকে এখনও এমন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে, যেখানে ইন্টারনেট পরিষেবা পৌঁছয়নি। তবে এবার এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে মহাকাশে ‘জিস্যট-২০’ স্যাটেলাইট পাঠাল ভারত। এক্ষেত্রে ভারতকে সাহায্য করল ইলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার মধ্যরাতে আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেস এক্স-এর ‘ফ্যালকন-৯’ রকেটের মাধ্যমে এটিকে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছে। মাত্র ৩৪ মিনিটে ভারতের এই স্যাটেলাইট মহাকাশে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ বানিজ্যিক এই স্যাটেলাইটটির ওজন ৪,৭০০ কেজি। যদিও এর আগে ইসরো এককভাবে অনেক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। কিন্তু এক্ষেত্রে ‘জিস্যাট-২০’-র ওজন অনেকটা বেশী হওয়ার কারণে এটিকে পাঠানোর জন্য স্পেস এক্স-এর সাহায্য নিতে হয়েছে।

এখন প্রশ্ন হল যে, এই ‘জিস্যাট-২০’ স্যাটেলাইটের আসল কাজ কী? জানা গিয়েছে যে, এই স্যাটেলাইটের মাধ্যমে মূলত বিমানে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। এছাড়াও, এখনও ভারতের অনেক প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছয়নি। সেই সমস্যার ঘটানো এই মিশনের উদ্দেশ্য হতে চলেছে। জানা গিয়েছে, আগামী ১৪ বছর ধরে এই স্যাটেলাইট পরিষেবা দেবে। ইসরো জানিয়েছে যে, সফলভাবে কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছে।

Share the Post:

Related Posts