বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে পাসপোর্ট জালিয়াতি কান্ড। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতার দিকে দিকে চলছে তদন্ত। আর এবার অবশেষে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন মনোজ গুপ্ত। উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হল।
অভিযুক্তের আসল বাড়ি ঠাকুরপুকুর থানা এলাকায়। কিন্তু জালিয়াতি চক্রে যাতে না ফেঁসে যায় সে, সেই কথা মাথায় রেখে নিজের আস্তানা বদল করে সে। কিন্তু শেষ রক্ষা হলনা, অবশেষে পুলিশের জালে জাল পাসপোর্ট চক্রের মূল কাণ্ডারি।
উল্লেখ্য, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছিল এই চক্রের পক্ষ থেকে। ঘটনার খবর সামনে আসার পরেই তদন্তে নামে কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু মূল অভিযুক্তের খোঁজ কনভাবেই মিলচ্ছিল না। অবশেষে গতকাল অর্থাৎ শনিবার মাঝরাতে অভিযুক্তের ভাড়া বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাকে।
অভিযুক্তের কাছে আগেই খোঁজ ছিল তাকে ধরতে মরিয়ে কলকাতা পুলশ। এমনকি অভিযুক্তের বাড়ি কোথায় তা জানতে পেরে গেছে পুলিশ। আর এই খবর পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত জানতে পেরে গেলে তড়িঘড়ি সে দুদিন আগে আস্তানা বদল করে। কিন্তু আস্তানা বদল করেও লাভ হল না। পুলিশের জালে গ্রেফতার হল সে।
মাস দুয়েক আগেই ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই গতকাল মাঝরাতে মনোজকে গ্রেফতার করে পুলিশ। আদালতে এই মামলায় লালবাজার ধমক খায়। আদালতের পক্ষ থেকে স্পষ্টত দাবি করা হয় লালবাজার এই ঘটনায় সঠিক ভাবে তদন্ত করছেনা। আর তারপরেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নেয় লালবাজার। ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত।