বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তা শহরে

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

বড়দিনের (Christmas 2024) পর বর্ষবরণের রাতেও (New Year 2023) কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকছে খাস কলকাতা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) মনোজ কুমার ভার্মা (Manoj Kumar Verma) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অন্য বছরের মতো এবছরও বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। শহরজুড়ে থাকবে ৪৫০০ পুলিশ।

মা ফ্লাইওভারে রাত দুটো নাগাদ দু’চাকা চালানোর উপর নিষেধাজ্ঞা উঠেছে। তবে স্পিড মেনে চালাতে হবে। সেদিনের ভিড়ের আগাম আভাস পেয়েই এই ছাড় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বড়দিনের দিন কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষের কাছ থেকেও কোনও অভিযোগ আসেনি। ফলে বর্ষবরণের রাতেও একই পন্থা অবলম্বন করা হবে। কলকাতা পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালাগুলির মধ্যে চলছে কড়া নজরদাড়ি।

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মারকুইজ স্ট্রিটে চলছে কড়া নজরদারি। বিশেষত হোটেলগুলিতে বাড়তি নজর লালবাজারের। শহরের থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ। এবার পার্কস্ট্রিটে বাড়ানো হয়েছে সিসিটিভি সংখ্যাও। ওয়াচ টাওয়ারের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

বর্ষবরণের রাতে কলকাতা পুলিশর পক্ষ থেকে মোতায়েন করা রয়েছে স্পেশাল ফোর্স। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছে তদারকি করবেন পুলিশের উচ্চপদস্ত অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কতগুলি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে ডিসি। ডিসির নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। কলকাতা পুলিশের উইনার্স টিম বর্ষবরণের রাতে মিলেনিয়াম পার্ক, ভিক্টরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গেছে।

Share the Post:

Related Posts