বর্ষবরণে জাঁকিয়ে শীত?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ডিসেম্বরের (December) শেষ মুহূর্তে এসে শীত উধাও। বড়দিনে কনকনে শীতের দেখা নেই। গত দশ বছরের রেকর্ড ভেঙেছে এদিন। উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে শহরবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিবার বৃষ্টির রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তবে বর্ষশেষ ও বর্ষবরণের সময় ফিরবে শীতের আমেজ। অপরদিকে দার্জিলিং-এ রয়েছে তুষারপাতের সম্ভবনা।

শীত ব্যাকফুটে। একের পর এক নিম্নচাপ ও পশ্চিমীঝঞ্ঝার জেরে রাজ্যে উধাও শীত। ফের বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভবনা। এছাড়াও শনিবার হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিন কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভবনা।

রবিবার ফের বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নিম্নমুখী হবে পারদ। বর্ষবরণের রাতে ফিরবে শীতের আমেজ। কদিন রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট ও আংশিক মেঘলা আকাশ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় তিন ডিগ্রি পড়ল পারদ।

Share the Post:

Related Posts