বছরের প্রথম মাসে ব্যাঙ্কে কতদিন ছুটি?

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু হচ্ছে ২০২৫। নতুন বছরকে (New Year) শুভেচ্ছা জানাতে ব্যস্ত দেশ-বিদেশের মানুষ। তবে বছরের শুরু হোক বা শেষ ব্যাঙ্কের প্রয়োজন সমানভাব গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে। বছরের শুরুতে জানুয়ারিতে ব্যাঙ্কে মোট কয়দিন ছুটি (Bank Holiday) থাকবে তা জেনে নেওয়া যাক।

এবছর জানুয়ারি (January) ২০২৫ (2025) সালে ১০ দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। সেখানে রয়েছে চারটি রবিবার এবং দুটি শনিবারও। যদিও আরবিআই এখনও পর্যন্ত গোটা বছরের ব্যাঙ্ক ছুটির তালিকা দেয়নি।

১ লা জানুয়ারি (বুধবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে- সমগ্র দেশ

৬ জানুয়ারি (সোমবার) গুরু গোবিন্দ সিং জয়ন্তী-বেশ কয়েকটি রাজ্য

১১ জানুয়ারি মিশনারি ডে (শনিবার)-মিজোরাম

১১ জানুয়ারি- (দ্বিতীয় শনিবার)-গোটা দেশ

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী (রবিবার)- পশ্চিমবঙ্গ

১৩ জানুয়ারি লোহরি উৎসব-(সোমবার)-পঞ্জাব সহ কয়েকটি রাজ্য

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি (মঙ্গলবার)-বেশ কয়েকটি রাজ্য

১৪ জানুয়ারি পোঙ্গাল-(মঙ্গলবার)-তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ

১৫ জানুয়ারি থিরুভাল্লার ডে এবং টুসু উৎসব (বুধবার)। (তামিলনাড়ু/পশ্চিমবঙ্গ/অসম

২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন (বৃহস্পতিবার)-একাধিক রাজ্য

২৪ জানুয়ারি-(চতুর্থ শনিবার)- সমগ্র দেশ

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস (রবিবার)-প্রজাতন্ত্র দিবস

৩০ জানুয়ারি সোনাম লসার (বৃহস্পতিবার)-(সিকিম)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব দ্রুত ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করবে। তবে ব্যাঙ্কে ছুটি থাকলেও এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। ছুটির তালিকা আগে থেকে জানা থাকলে গ্রাহকরা কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা আগে থেকে সেরে নিতে পারবেন গ্রাহকরা।

Share the Post:

Related Posts