বছর শেষে বড় ঘোষণা। বৃহস্পতিবার বিকেলে নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ঘোষণা করলেন, এবার জেলায় জেলায় তৈরি হবে শপিং মল। উদ্যোগপতিদের জমির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। জানা গিয়েছে, শপিং মলগুলি দুটি তল পৃথকভাবে রাখতে হবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও আর্টিজানদের জন্য। ফলে জেলায় জেলায় স্থানীয় স্তরের অর্থনীতি মজবুত হবে বলে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা ও শহরতলীর আশেপাশে আধুনিক শপিং মলের মতোই জেলার শপিং মলে থাকবে ক্যাফেটেরিয়া ও রেস্তোরাঁ। থাকবে আধুনিক সিনেমা হল। ফলে জেলাস্তরে বাড়বে বাংলা ছবির ডিস্ট্রিবিউশন। শপিং মলের জন্য জমি ধার্য করে দেবে রাজ্য সরকার।
এদিন ২৪ পরগনার আওতায় থাকা আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকের খালি জমিতে একটি শপিং মল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এমনকি সংগ্রহশালার উল্টোদিকের জমিতে চামড়াজাত দ্রব্যের একটি সরাসরি বিক্রয় কেন্দ্রের কথাও ঘোষণা করেন। সেখানেই তৈরি হবে বাংলার শাড়ির বিক্রয় কেন্দ্র। তাঁতশিল্পীরা এখানে তাদের তৈরি পণ্য সামগ্রী বিক্রয় করতে পারবে।