২০২৫-এর ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে।বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা জানিয়েছেন, কালীঘাটের স্কাইওয়াকের কাজ শেষ হলেই উদ্বোধন হবে সেটি। জগন্নাথ ধাম উদ্বোধন নিয়েও আশাবাদী তিনি। এবারের বইমেলা নিয়েও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন মমতা জানান, গ্রামের দিকেও মেলা হয়। পৌষমেলা, পিঠেপুলি মেলা, স্বনির্ভর গোষ্ঠীর নানা মেলা, কৃষিমেলা এরকম নানান মেলা রয়েছে। এইসব মেলা থেকেও ভালো টাকা উপার্জন হয় বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বড়দিন থেকে জানুয়ারি মাস পর্যন্ত নানারকম মেলা হয়ে থাকে। প্রচুর মানুষ কেনাকাটি করে। গ্রামীণ হস্তশিল্প, অন্যান্য সামগ্রীর বিক্রিবাটা হয়। মমতা ব্যানার্জি বলেন, উৎসবকে কেন্দ্র করেই আমাদের ব্যবসা বৃদ্ধি হয়। দেখতে ছোট হলেও, দোকানদারের আয় অনেক বড়। দেশের অর্থনীতির স্তম্ভ দোকানদাররা।