কলকাতায় আসছেন সুনিধি চৌহান

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ডিসেম্বরের শহর। ইতিমধ্যেই বঙ্গবাসী ফেস্টিভ মুডে মেতে উঠেছেন। মেলা থেকে শুরু করে বিভিন্ন কনসার্ট ইতিমধ্যেই শুরু হয়েছে তিলোত্তমা জুড়ে। কদিন আগেই তিলোত্তমা মাতিয়ে যান দিলজিৎ দোসাঞ্জ। অন্যদিকে, এক ছুটির দিন রবিবারে ব্রায়ান ঝড়ে কাবু হয় গোটা শহর। আর এবার বর্ষশেষ উন্মাদনাকে আরও দশ গুণ বাড়াতে শহর কলকাতায় আসছেন সুনিধি চৌহান।

চলতি সপ্তাহেই বড়দিন। আর তার আগেই শহরে নিজের রক মুড এবং সুরেলা কণ্ঠে গোটা শহরকে ভাসাতে উপস্থিত হচ্ছেন তিনি। ইতিমধ্যেই গায়িকার শো ঘিরে শহরজুড়ে সাজ সাজ রব। নিজের প্রযোজনায় তৈরি ‘ আই অ্যাম হোম ‘ কনসার্ট নিয়ে এবার কলকাতায় শো করতে আসছেন সুনিধি।

তবে শো তে রয়েছে আরও চমক! শুধুমাত্র সুনিধি চৌহানই নন, মঞ্চ মাতাতে সেখানে উপস্থিত থাকবেন ‘ আজ কি রাত ‘ গানের ড্যান্সার অভিনেত্রী তামান্নাহ ভাটিয়া। রকিং এই শো হতে চলেছে ক্রিসমাস ইভের দিন, অর্থাৎ ২৪ ডিসেম্বরে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টা থেকে এই শো শুরু হবে।

Share the Post:

Related Posts