পৈতৃক সম্পত্তি নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

তফশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের (Schedule Tribe Women) সমান উত্তরাধিকার থেকে বঞ্চিত রাখা অসাংবিধানিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সংবিধানে মহিলাদের সমানাধিকার স্বীকৃত হলেও, তফশিলি উপজাতির মহিলারা আজও এই অধিকার থেকে বঞ্চিত। তাই ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনে (Hindu Succession Act, 1956) প্রয়োজনীয় সংশোধন আনার জন্য কেন্দ্রীয় সরকারকে (Government of India) আহ্বান জানিয়েছে সর্বোচ্চ আদালত।

বিচারপতি সিটি রবি কুমার ও বিচারপতি সঞ্জয় কারলের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, যেখানে অনুপ্রজাতীয় পরিবারের মেয়েরা পৈতৃক সম্পত্তির সমান অধিকার পায়, সেখানে তফশিলি উপজাতি পরিবারের মেয়েদের এই অধিকার দেওয়া হয় না, তা যুক্তিসঙ্গত নয়। আদালত আরও উল্লেখ করেছে, হিন্দু উত্তরাধিকার আইনের ২(২) ধারায় তফশিলি উপজাতিদের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার যদি অফিসিয়াল গেজেটে কোনও নির্দেশিকা প্রকাশ না করে, তাহলে তফশিলি উপজাতির মহিলাদের এই অধিকার প্রযোজ্য হবে না।

এই মামলার সূত্রপাত ছত্তিশগড় হাইকোর্টের একটি রায় থেকে। সওয়ার সম্প্রদায়, যা সংবিধানের ৩৪২ অনুচ্ছেদ অনুযায়ী তফশিলি উপজাতি হিসেবে স্বীকৃত, সেই সম্প্রদায়ের এক মহিলার পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত করেছিল হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলে, আদালত মহিলারর পক্ষে মত দেয় এবং কেন্দ্রীয় সরকারকে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধনের প্রস্তাব বিবেচনা করার নির্দেশ দেয়। আদালতের মতে, এই সংশোধনের মাধ্যমে শুধু তফশিলি উপজাতির মহিলাদের সমানাধিকার নিশ্চিত হবে না, বরং দেশের সংবিধান-স্বীকৃত সমানাধিকারের নীতিও রক্ষা পাবে।

Share the Post:

Related Posts