শক্তিমান-এর নস্ট্যালজিয়া ফেরাতে পারেন অল্লু

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

এক সময় ভারতের ঘরে ঘরে রবিবার দুপুরে সবাই বসে পড়তেন টিভির সামনে। সেসময় সব ঘরে টিভি বা বিদ্যুৎ সংযোগও ছিল না। ব্যাটারির সাহায্যে টিভি দেখা হত। কেবল সংযোগও বিস্তার লাভ করেনি তখন সেভাবে। বিশেষ করে গ্রামাঞ্চলে একজনের বাড়িতে টিভি দেখতে হাজির হতেন পাড়া প্রতিবেশীরা। কারণ একটাই, ‘শক্তিমান’(Shaktimaan)। হিন্দি সুপার হিরোর এই টেলিভিশন শো (Televisison Show) দেখতে কম বয়সীদের উত্তেজনা ছিল চরমে। এই সপ্তাহে প্রথম গ্রামে টিভি দেখার স্বাদ পাওয়া ছত্তিশগঢ়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলার পূবর্তীর বাসিন্দাদের আনন্দের থেকে তা কম ছিল না। সেই ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এই টিভি শো তুমুল জনপ্রিয়তার সঙ্গে চলেছিল। শিশুদের শিক্ষামূলক বিষয়ের ছোট পর্দার শক্তিমানের প্রভাবের কথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রথম পাতায় খবরও হয়েছিল।

প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এরপরে অনেকবারই কথা উঠেছে, এই সিকুয়েলের যুগে নস্ট্যালজিক ‘শক্তিমান’কে বড় পর্দায় ফিরিয়ে আনা হবে। কিন্তু, পর্দার সেই শক্তিমান চরিত্রের অভিনেতা তথা শোয়ের প্রযোজক মুকেশ খান্না কাউকে এর স্বত্ত্ব দেননি। তাঁর নামের পাশে এটি অমর হয়ে থাকুক এটাই বাধহয় বাসনা ছিল মহাভারতের ভীষ্ম চরিত্রের অভিনেতার। বলিউডে মন্তব্যের জন্য একসময় একরোখা বলে পরিচিত ছিলে্ন মুকেশ (Mukesh Khanna)। তিনি অমিতাভ বচ্চনের অভিনয়ের নকল করতেন বলে অভিযোগও উঠেছিল। তাতে তাঁর স্পষ্ট জবাব ছিল, এতে আমার কেরিয়ারে ক্ষতি হয়েছে ঠিকই। মিঠুন চক্রবর্তীকেও গরিবের অমিতাভ বলে দেগে দেওয়া হয়েছিল। তবে শক্তিমান ও মহাভারতে অভিনয়ের সাফল্য তাঁকে দর্শকদের মণিকোঠায় চিরস্থায়ী করে রেখেছে। এবার মুকেশ খান্না প্রস্তাব দিলেন, শক্তিমান চরিত্রের জন্য ফিট হতে পারেন পর্দার পুষ্পা তথা দক্ষিণী সিনেমার সুপারস্টার অল্লু অর্জন (Allu Arjun)। শুধু শক্তিশালী অভিনেতা হিসেবেই নয়, তাঁর মুখ, তাঁর পর্দায় উপস্থিতি সহ সার্বিক ব্যক্তিত্ব দেখে তিনি একথা বলছেন। একটি ইউটিউবারকে সম্প্রতি ইন্টারভিউতে সেকথা জানিয়েছেন মুকেশ।

মুকেশ দাবি করেছেন, তিনি বলিউডের সবচেয়ে প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের আদিত্য চোপড়ার লোকেদের শক্তিমান চরিত্রের স্বত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তাঁর বক্তব্য, “আমি তাঁদের বলেছিলাম, আদিত্যকে বলুন তিনি যেই হোক না কেন, এটা বানাতে চাইলে আমাকে দিয়ে বানিয়ে নিতে হবে। আমি ডিস্কো ড্রামা বানানোর অধিকার তাঁদের দিতে চাইনি’। সম্প্রতি মুক্তি পেয়ে মাত্র কয়েক দিনেই রেকর্ড সংখ্যক ব্যবসা করেছে পুষ্পা ২ সিনেমা। সেই ছবির তারকা অল্লু অর্জুনকে একঝলক দেখতে হায়দরাবাদের সিনেমা হলে এত ভিড় হয়েছিল যে মর্মান্তিক ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। যাতে অল্লু অর্জুনকে হাজতবাসও করতে হয়েছে। মুকেশ খান্নার মতে, অল্লু অর্জনই উপযুক্ত হতে পারেন শক্তিমানে অভিনয়ের জন্য। তবে যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও তিনি এই চরিত্রের জন্য বলিউড অভিনেতা রণবীর সিংকে সমর্থন করতে পারবেন না। শক্তিমান হিসাবে রণবীর সিংকে শক্তিমানের পোশাক পরিয়ে এক ভক্তের তৈরি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। তাই একথা বলা।

Share the Post:

Related Posts