চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে রিয়াল, বায়ার্ন, লিভারপুল

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

ফিরল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) লিগ ফেজের খেলা। মঙ্গলবার (ভারতীয় সময়ানুযায়ী মঙ্গল এবং বুধ) মাঠে নামবে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাস্টন ভিলা, বায়ার্ন মিউনিখের মতো বড় দল। লিগ ফেজে প্রত্যেক দল আটটি করে ম্যাচ খেলবে, শীর্ষে থাকা আটটি দল সরাসরি নক আউট পর্বের যোগ্যতা অর্জন করবে।

বাকি দলগুলি ফের নিজেদের মধ্যে প্লে অফ খেলে শেষ ষোলোয় যাবে। আপাতত নক আউটে যাওয়া নিশ্চিত লিভারপুল, ইন্টার, বার্সেলোনা এবং বরুসিয়া ডর্টমুন্ডের। আটালান্টা, লেভারকুসেন, আর্সেনাল, মোনাকো, ভিলারাও দোরগোড়ায়। তবে নামী দলগুলির মধ্যে চাপে আছে রিয়াল, বায়ার্ন এবং ম্যান সিটি।

পাঁচ ম্যাচ খেলে মাত্র ছয় পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে ধুঁকছে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল (Real Madrid)। আজ আটালান্টার বিরুদ্ধে মাঠে নামবে তারা। মাদ্রিদের জন্য সুখবর, লা লিগায় জিরোনার বিরুদ্ধে গোল করেছেন কিলিয়ান এমবাপে এবং জুড বেলিংহ্যাম। কোচ কার্লো অ্যান্সেলত্তিকে তাঁদের ফর্মে ফেরা নিশ্চয়ই স্বস্তি দেবে।

Share the Post:

Related Posts