পানীয় জল সমস্যা, মুখ্যমন্ত্রীর ধমকের পর কেন্দ্রীয় এজেন্সিগুলি নিয়ে নবান্নে বৈঠক

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

কেন্দ্রের একাধিক এজেন্সির গড়িমসিতে প্রায় ৫০ লক্ষ মানুষ, ৯ লক্ষ পরিবার জল (Water) পাচ্ছে না। মুখ্যমন্ত্রীর (Cm Mamata Banerjee) কড়া বার্তার পর কেন্দ্রের একাধিক এজেন্সিকে নিয়ে বৈঠকে নবান্ন। রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আইও সি এল  সহ কয়েকটি কেন্দ্রীয় এজেন্সিকে এদিনের বৈঠকে ডাকল নবান্ন (Nabanna)। শুক্রবার সকাল ১১ টা থেকে মুখ্য সচিব এজেন্সি গুলিকে নিয়ে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে খবর।

যে যে জায়গায় পানীয় জল দেওয়ার জন্য সংযোগ আটকে রয়েছে, সেই এলাকাগুলিতে সমস্যা সমাধান করে দ্রুত ছাড়পত্র দেওয়ার অনুরোধ মুখ্য সচিবের। ডিভিসিকেও পর্যাপ্ত জল দেওয়ার নির্দেশ মুখ্য সচিবের।

দীর্ঘদিন ধরে সংযোগ সংক্রান্ত সমস্যা ফেলে রাখবেন না। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে জানিয়ে দিল নবান্ন। উল্লেখ্য,জল জীবন মিশন প্রকল্পের আওতায় রাজ্যে গ্রামীণ প্রায় ১.৭৫ কোটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছনোর কথা রয়েছে। এখনও সেটি পৌঁছেছে ৯৩.৫০ লক্ষ পরিবারের কাছে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা  বিশবাঁও জলে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share the Post:

Related Posts