বিদায় নেওয়া চ্যাম্পিয়নদের ‘ট্রিবিউট’ কলকাতার

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যে দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল ভেঙে গিয়েছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী মাত্র ছ’জনকে ধরে রেখে বাকি সবাইকে ছেড়ে দিতে হয়েছিল। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল মেগা নিলাম। নাইট শিবিরের পকেটে খুব বেশি অর্থ ছিল না, তা সত্ত্বেও চ্যাম্পিয়ন দলের কয়েকজনকে ঘরে ফিরিয়েছে তারা। কিন্তু একই সঙ্গে অনেকেই চলে গিয়েছেন অন্য দলে। যাঁরা চলে গিয়েছেন তাঁদের ‘ট্রিবিউট’ দিয়ে একটি ছোট্ট আবেগঘন ভিডিও প্রকাশ করল শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশনে লেখা হল, “জার্নিটা হয়তো শেষ হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন যোগসূত্র চিরকাল রয়ে যাবে।”

যাঁরা অন্য দলে চলে গিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই কেকেআরে মহারথী ছিলেন। যেমন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । ভিডিওর শুরুতেই তাঁকে দেখানো হল। তারপরেই দেখা গেল ফিল সল্টকে (Phil Salt)। এই ব্রিটিশ ওপেনারের চলে যাওয়া মেনে নিতে পারছেন না বহু নাইট সমর্থক। এরপর দেখা গেল নীতীশ রানাকে, যিনি ২০২৩ মরসুমে অধিনায়কত্ব করেছিলেন।

এরপর এই ভিডিওতে দেখা গেল মিচেল স্টার্ককে (Mitchell Starc), যাঁকে তৎকালীন রেকর্ড অর্থ (২৪.৭৫ কোটি টাকা) দিয়ে কিনেছিল কলকাতা। টুর্নামেন্টের শুরুতে প্রবল মার খাচ্ছিলেন তিনি, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিম, ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত নিজের মূল্যের প্রতিটি পয়সার হিসেব দিয়ে যান অজি পেসার। ফাইনালে অভিষেক শর্মাকে যে বলে বোল্ড করেছিলেন, তা আইপিএলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা।

এরপর এই ভিডিওতে একে একে এলেন সুযশ শর্মা, কে এস ভরত, চেতন সাকারিয়া, দুষ্মন্ত চামিরা, আল্লাহ গজনফর, সাকিব হুসেনরা। প্রসঙ্গত, যে ছ’জনকে কেকেআর রিটেন করেছিল তাঁরা হলেন রিঙ্কু সিং, রামনদীপ সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। নিলামে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ফেরানো হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে।

Share the Post:

Related Posts