ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের পর পার্থ টেস্ট জয় যেন ভারতীয় টেস্ট দলকে নতুনভাবে অক্সিজেন দিয়েছে। কয়েকদিন আগে যে দলটাকে মাথা নামিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল, রোহিত ছাড়া আজ সেই দলটাই হাসিমুখে মাঠ ছাড়ল। তবে শুধু অভিব্যক্তির পরিবর্তন নয়, পার্থে ভারতীয় দলের জয় বদলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাও। কারণ, অজিদের হারিয়ে ফের হারানো সিংহাসন দখল করেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ফের এক নম্বরে উঠে এসেছে ভারতের নাম। অথচ, আজ সকাল অবধি তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বেলা গড়াতেই ছবিটা বদলে দিলেন বুমরা, সিরাজ, সুন্দর’রা। এখন প্রশ্ন হচ্ছে, ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে কি আরও ৩টি টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে হবে? চলুন একবার সমীকরণটি দেখে নেওয়া যাক।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভারত এখনও অবধি ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৯টি টেস্ট জিতেছে। ভারতের ভাঁড়ারে এখন ১১০ পয়েন্ট এবং শতাংশের হিসেবে ৬১.১১। সেই কারণে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে এক নম্বরে উঠে এসেছে ভারত। এদিকে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া এখনও অবধি ১৩টি টেস্ট ম্যাচ খেলে ৮টি টেস্ট জিতে ৫৭.৬৯ শতাংশ হারে ৯০ পয়েন্ট পেয়েছে। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তাঁরা পয়েন্ট ও শতাংশের হিসেবে খুব একটা পিছিয়ে নেই। এখনও তাঁদের সকলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে, ভারতকে টেস্ট বিশ্বকাপের ফাইনালের টিকিট পেতে হলে এই সিরিজের ৪টি ম্যাচ জিততেই হবে।