ভয়াবহ আগুন লাগল ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে। আগুন লেগেছে শিশু বিভাগে, ইতিমধ্যেই ১০টি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আরও ১৬টি শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
আগুন লাগার সময় শিশু বিভাগে ভর্তি ছিল ৫৪টি নবজাতক। তাদের বয়স এক দিন থেকে এক মাস। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার ১০টি শিশুর মৃত্যুর মর্মান্তিক খবর দিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার রাত ১০.৩০টা নাগাদ আগুন লাগে মেডিক্যাল কলেজের এনআইসিইউ বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে দমকল পৌঁছনোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে ৪০টি শিশুকে উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুমান শর্ট সার্কিট হলেও বিস্তারিত কারণ জানতে তদন্ত করা হবে। এর জন্য সরকারি কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পাঁচ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।