ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অনিল কাপুরের নাম প্রথম সারিতেই রয়েছে। সম্প্রতি জানা গিয়েছে ৬৭ বছর বয়সী অনিল কাপুর একটি পান মশলার বিজ্ঞাপনে অভিনয়ের লোভনীয় অফার প্রত্যাখ্যান করেছেন।
সংবাদসূত্রে জানা গিয়েছে, একটি পান মশলা ব্র্যান্ডের এনডোর্সমেন্টের জন্য ১০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল অনিল কাপুরকে। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি তিনি। খুবই মোটা টাকার অফার নিয়ে হাজির হয়েছিল সেই পান মশলা ব্র্যান্ড। কিন্তু তারপরেও বিন্দুমাত্র না ভেবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বিশ্বাস করেন তাঁর অনুরাগী ও দর্শকদের কাছে তাঁর নিজের একটি দায়িত্ব আছে। যে সমস্ত পণ্য সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, আর্থিক লাভের জন্য সেই কাজে তিনি যোগ দিতে চান না।