কলকাতা: শুক্রবার কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে জন্ম হয়েছে এক শিশুকন্যার। এই প্রথম কোনও সরকারি হাসপাতালে হল ‘টেস্টটিউব বেবি’। শুধু তাই নয়, একেবার নিখরচায়।
জানা গিয়েছে, টেস্ট টিউব বেবি অর্থাৎ সদ্যোজাতের ওজন প্রায় তিন কেজির কাছাকাছি। হাসপাতাল সূত্রে খবর, মা এবং শিশু, দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, প্রসূতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। নানা শারীরিক সমস্যা থাকায় স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণে নানা সমস্যা ছিল তাঁর। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রথম এসএসকেএমের ওপিডিতে আসেন ওই দম্পতি। এর পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণ করেন মহিলা। শেষমেশ শুক্রবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।